বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নতুন নেশা কন্ডোম

Published on: March 26, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

আবির্ভাব হলো নতুন নেশা।এই নেশা এখন বাংলার যুবসমাজের মধ্যে মোবাইল অথবা গাড়ির মডেলের তুলনায় অনেকের কাছেই ভীষণ রকম ট্রেন্ডিং।কন্ডোম ব্যবহারে গুরুত্ব দিচ্ছে খোদ সরকারও শারীরিক সম্পর্ককে নিরাপদ করতে।দুর্গাপুরে ছাত্র মহলে আচমকা দারুণ জনপ্রিয় হয়ে ওঠা কন্ডোম কিন্তু আদপেও শারীরিক সম্পর্ককে নিরাপদ করার জন্য নয়।

ছাত্রের মধ্যে কন্ডোম দিয়ে নেশা করার প্রবণতা তৈরি হয়েছে।হাল্কা গরম জলে তারা কন্ডোম কিনে ফেলে দিচ্ছে। ফ্লেভার্ড কন্ডোমই তাদের পছন্দ।
কিছুক্ষণ ভেজানোর পর কন্ডোমটি ফেলে দিয়ে সেই জল পান করছে তারা,তাতেই নেশায় বুঁদ হয়ে যাচ্ছে তারা।দোকান থেকে হুহু করে শেষ হয়ে যাচ্ছিল কন্ডোমের প্যাকেট।কলেজ পড়ুয়া মহলে কন্ডোমের এত ব্যবহার কেন সেটাই তাঁরা বুঝে উঠতে পারছিলেন না।ডেনড্রাইটের নেশা ছিলই, এবার তার সাথে কন্ডোমের নেশা ।

Join Telegram

Join Now