আরও ১২ বিধায়কের নাম,শীঘ্রই জেরা
১২জন বিধায়ককে খুব শীঘ্রই জেরা করতে ডাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
১২জন তৃণমূল বিধায়কের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে কলকাতার ১জন, হাওড়ার ১জন, হুগলির ১জন, দুই ২৪ পরগনা জেলার ২ জন করে, পূর্ব বর্ধমান জেলার ২জন, পূর্ব মেদিনীপুর জেলার ১জন এবং পশ্চিম মেদিনীপুর জেলার ২জন বিধায়ক রয়েছেন।
CBI ৪দিন ধরে ঘাঁটি গেড়ে পড়ে ছিল বিধায়কের বাড়িতে।CBI জিজ্ঞাসাবাদ করেছিলেন ঘটনায় গ্রেফতার হওয়া নানা মিডলম্যান ও এজেন্টদের।মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।তার জেরেই উঠে আসে মুর্শিদাবাদের বড়ওয়ান বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রে জানা গিয়েছে, একা জীবনেই থেমে থাকছে না গ্রেফতারি পর্ব। রাজ্যের আরও ১২জন বিধায়ক এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরে।সকলেই তৃণমূল বিধায়ক।
নিয়োগ দুর্নীতিতে জড়িত রাজ্যের আরও ১২জন তৃণমূল বিধায়কের নাম উঠে এসেছে জীবনকে জিজ্ঞাসাবাদের সময়েই।১২জন বিধায়ককে খুব শীঘ্রই জেরা করতে ডাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কাউকে কিছু বুঝতে না দিয়ে হুট করে বাড়িতে গিয়ে হানাদারি এবং তারপর জেরা, পরিশেষে গ্রেফতারি জীবনের মতো ঘটনাও ঘটতে পারে।