CBI এর হাতে গ্রেফতার বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক
বর্ধমান শহরের ঢলদিঘি অঞ্চলে টক অফ দা টাউন নামে একটি বিল্ডিং রয়েছে বর্ধমানের পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের। সেই বিল্ডিং তে দীর্ঘদিন ধরে অফিস করে চিটফান্ড চালাচ্ছিল বর্ধমান সানমার্গ নামে একটি সংস্থা। কয়েক কোটি টাকা প্রতারণা করে তারা পালিয়ে যায়। সেই চিটফান্ড সংস্থার বিষয়ে জানতে আজ বর্ধমান শহরের পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হল সিবিআই আধিকারিকরা। তিনজনের সিবিআইয়ের একটি টিম ও তার সঙ্গে ব্যাংকের আধিকারিকরা এসে প্রায় আধঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পৌর প্রশাসক এর স্ত্রী রেখা চক্রবর্তীকে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা দাবি জানান,’ সানমার্গ সংস্থাটি ওই বিল্ডিংয়ে কতদিন ভাড়া ছিলেন এবং তাদের সঙ্গে বর্তমানে কোন যোগাযোগ আছে কিনা সে বিষয়েই সিবিআই আধিকারিকরা জানতে চান।’ সানমার্গের ব্যবসা সম্পর্কে কোন তথ্য তিনি জানতেন না বলে সিবিআইকে এ দিন জানান রেখা দেবি। আজ আসানসোল থেকে ভুয়া অর্থলগ্নি সংস্থা মামলায় গ্রেফতার করা হয় বর্ধমান পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় কে।