আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ডুবলো মালদা শহরের অধিকাংশ ওয়ার্ড

Published on: September 14, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

একটানা বৃষ্টি, আর তার জেরে বুধবার ডুবলো মালদা শহরের অধিকাংশ ওয়ার্ড। ইংরেজবাজার পুরসভার অধিকাংশ নাগরিকদের বক্তব্য, গোটা শহর জুড়ে যত্রতত্র বহুতল আবাসন তৈরি হচ্ছে। প্রোমোটারী রাজ শুরু হয়েছে গোটা শহর জুড়ে। অথচ শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উদাসীন মনোভাব দেখাচ্ছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। যার কারনে বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা ইংরেজবাজার পুরসভার বিভিন্ন এলাকার।

সকাল থেকে এক হাঁটু জলে পেরিয়েই বিভিন্ন এলাকার বাসিন্দাদের চলাচল করতে হয়েছে। মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার একই দশা। সেখানে বৃষ্টির জেরে সকাল থেকেই মানুষজন ঘরবাড়ি থেকে বেরোতে পারে নি। পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়েছে। আর তার ফলে এদিন সকাল থেকে জেরবার অবস্থা গোটা এলাকার । জলমগ্ন এলাকাগুলি পুরসভা থেকে পাম চালিয়ে জল নিকাশির ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু কোন কিছুই করা হয় নি। যার কারণে গোটা এলাকা এখন জলে প্রায় ডুবে রয়েছে।

Join Telegram

Join Now