কেমন আছে রাজু শ্রীবাস্তব,বিগ-বি কণ্ঠস্বর কি তাকে ফিরিয়ে আনেবে How is Raju Srivastava will Big-B voice bring him back
বিগ-বি কণ্ঠস্বরেই জেগে উঠতে পারেন রাজু,আশায় চিকিত্সকরা ।
“অনেক হয়েছে রাজু, এবার ওঠ রাজু, আমাদের সবাইকে আরও একবার হাসতে শেখাও”।মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, ইতিমধ্যেই নাকি সেই মেসেজ শোনানোও হয়েছে রাজু শ্রীবাস্তব। তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। এখনও পর্যন্ত সংজ্ঞা ফেরেনি তাঁর। বন্ধু কৈলাশ খের বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন ।চিকিত্সকেরাও দিন-রাত দ্রুত আরোগ্যের জন্য প্রাণপাত করছেন।
অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর সঞ্জীবনী হতে পারে মনে করছেন চিকিত্সকেরা। বহুবার নিজে মঞ্চে দাঁড়িয়ে অমিতাভের কণ্ঠ নকল করেছেন। আজ সেই রাজুই যখন জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই চালাচ্ছেন তখন তাঁর জন্য এক ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন বিগ-বি। চিকিত্সকদের আশা, ওই বার্তায় যদি রাজু প্রতিক্রিয়া দেন।
শুক্রবার সন্ধেবেলা গুজব রটে প্রয়াত হয়েছেন রাজু।তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয় গুজব বলে। বিগ-বি কণ্ঠস্বরেই জেগে উঠতে পারেন রাজু,আশায় চিকিত্সকরা ।