পায়ে হেঁটে আসা ১৫জন কর্মীকে সংবর্ধনা জানালেন বিধায়ক খোকন দাস
একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 15 জন তৃণমূল কংগ্রেসের কর্মী গতকাল ১৬ জুলাই পায়ে হেঁটে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দেয়।

আগামী একুশে জুলাই ধর্ম তলায় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে অন্যান্য বছরে ন্যায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ।এ দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবেগের সাথে পালন করবেন এবং ওই দিন তারা ধর্মতলায় উপস্থিত হবেন বলে জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 15 জন তৃণমূল কংগ্রেসের কর্মী গতকাল ১৬ জুলাই পায়ে হেঁটে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দেয়।
আজ সন্ধ্যায় তারা বর্ধমান কার্জন গেটের সামনে বিধায়ক সহায়তা কেন্দ্রের কাছে এসে পৌঁছায়। বিধায়ক নিজে ওই ১৫ জন তৃণমূল কর্মীকে সংবর্ধনা জানান।পাশাপাশি তাদের সেখানে থাকার আজ রাতে ব্যবস্থা করেন। আগামী কাল সকালে তারা আবার রওনা দেবেন। এবং তিনি প্রার্থনা করেছেন যাতে সুস্থ ভাবে তারা একুশে জুলাই ধর্মতলায় পৌঁছে এই সভা কে সফল করতে পারে এবং সুস্থভাবে তারা নিজের বাড়ি ফিরতে পারে। বিধায়কের কাছে সংবর্ধনা পেয়ে তারা আপ্লুত।