স্ত্রীর কন্যা থাকা সত্ত্বেও আবার বিয়ে প্রথম পক্ষের স্ত্রী কে খুন করার চেষ্টা স্বামীর। শুধু তাই নয়, মেয়েকে সিঁড়ি থেকে ফেলে খুন করার চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউসগ্রামের বসন্তপুর গ্রামে। গুরুতর জখম স্ত্রী শামসুরনেহার।এই ঘটনায় আটক আলি মন্ডল সহ ৫।জানা গেছে বছর ২২ আগে বীরভূমের শামসুরনেহার সাথে বিয়ে হয় আলি মন্ডলের।

এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু বছর সাতেক আগে আরো এক মহিলাকে বিয়ে করেন। এরপর থেকে শুরু হয় পারিবারিক অশান্তি। নতুন স্ত্রীর পরামর্শেই প্রথম পক্ষের স্ত্রী এবং কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছে বারবার এমনটাই অভিযোগ।

এদিন লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় শামসুরনেহারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিন।ঘটনায় স্বামী আলি মন্ডল, দ্বিতীয় স্ত্রী সহ মোট পাঁচজন আটক।