মালবাহী লরি করে গাঁজা পাচারের চেষ্টা
১৩জানুয়ারি,শুক্রবার গোপন খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকা থেকেএকটি বহিঃ রাজ্যের লরি'কে আটক করে
১৩জানুয়ারি,শুক্রবার গোপন খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকা থেকেএকটি বহিঃ রাজ্যের লরি’কে আটক করে। এই ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন যে, পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বহিঃ রাজ্যের একটি মালবাহী লরি করে গাঁজা পাচারের চেষ্টা চালানো হচ্ছে।
সেই গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ সেই লরিটিকে আটক করতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে তল্লাশি চালিয়ে পুলিশ দেখতে পায় গাঁজা পাচার করার সময় যেভাবে গাঁজাগুলি প্যাকেট করা হয়, দেখতে ঠিক একই রকম ওই লরিতে ৩৫টি প্যাকেট রয়েছে।
সেই প্যাকেট গুলি উদ্ধার করে পুলিশ যখন তল্লাশী চালায় দেখতে পায়, সেই প্যাকেট গুলির মধ্যে গাঁজার বদলে রয়েছে বন, কাঠের টুকরো সহ গাছের বাকল ইত্যাদি। বর্তমানে ওই লরিটির চালককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।