মালদহ কাঁপাচ্ছে ‘থাই আপেল কুল’

কুল চাষেও বাংলাকে দিশা দেখাচ্ছে মালদহ জেলা।

আমের জেলায় এবারও দাপাচ্ছে থাইল্যান্ড প্রজাতির বড় কুল।‘থাই আপেল কুল’।গাছে গাছে আমের মুকুল বাজার দাপাচ্ছে আপেল কুল।আপেল কুল বিক্রিও ভাল লাভের অঙ্কটাও হাসি ফুটিয়েছে চাষিদের মুখে।

মালদহ উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা বলেন,থাইল্যান্ড প্রজাতির আপেল কুল চাষে সাফল্য পাওয়া গিয়েছে।ফলন ভাল হচ্ছে। কুল চাষেও বাংলাকে দিশা দেখাচ্ছে মালদহ জেলা।”বহু চাষি এখন এই বড় কুল চাষ করতে মগ্ন। ফি বছর চাষের জমির পরিধি বাড়ছে। ফলন ভাল হচ্ছে।

দীর্ঘ প্রায় পনেরো বছর আগে আপেল কুলের চাষ শুরু হয়েছিল আমের জেলা মালদহে।বিদেশে এই কুল রপ্তানি হলে কৃষকরা আরও আর্থিকভাবে লাভবান হবেন।চাষি মন্টু চৌধুরী বলেন, “আমের মতোই সুস্বাদু ফল এটি। এই কুলের ফলন বেড়েছে।শহরের বাজারগুলিতে কুলের দাম প্রতি কেজি ৫০-৬০ টাকা।এই কুলের চাষ বাড়াতে উদ্যোগ নিয়েছে মালদহের উদ্যানপালন দপ্তর। আপেল কুল চাষের জন্য চাষিদের উৎসাহিত করা হচ্ছে। তাতে মিলেছে ব্যাপক সাফল্য।

আমচাষ ছেড়ে অনেকেই ঝুঁকেছেন এই চাষে। মালদহ জেলায় প্রায় ১২৫০ বিঘা জমিতে এই আপেল কুলের চাষ হচ্ছে। এবার বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই প্রজাতির কুল। এই চাষের ক্ষেত্রে কোনও রাসায়নিক সারের প্রয়োজন হয় না। গাছের গোড়ায় গোবর জাতীয় সার দিলেই ফলন বাড়ে। এক বিঘা জমিতে ন্যূনতম ৮০০ থেকে ১০০০ টাকা খরচ হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *