নদীর তীরে বালি দিয়ে শিল্পকলা তৈরিতে মত্য রঙ্গোজীব রায়
পূর্ব বর্ধমান :- করোনা পরিস্থিতিতে নাজেহাল বিশ্ব তথা ভারতবর্ষ,কাজ হারিয়েছে বহু মানুষ।
কার্যতঃ এমত অবস্থায় পূর্ব বর্ধমান জেলার দামোদর নদীর তীরে অবস্থিত দামোদর নদীর তীরে গৈতান পুর এলাকার বিশিষ্ট শিল্পী রঙ্গোজীব রায় নিজের শিল্পকলার আবির্ভাব ঘটাতে নদীর তীরে বালির দ্বারা শিল্প ফুটিয়ে তুললো। আর তার এই শিল্পকলা দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ।
এই টেম্পেল দেখা যায় অন্যান্য জায়গা যেমন সমুদ্রের ধারে দেশ-বিদেশে এবং ভারতবর্ষের পুরী এবং দিঘাতে নানান রকম শিল্পীরা নানান জিনিস ফুটিয়ে তোলেন, বাঘ ভাল্লুক হাতি থেকে শুরু করে নানারকম পশুপাখি ও মন্দির – মসজিদ ও এই ছবি দেখে বহু মানুষ শিল্পীদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেয় । কিন্তু এই নজির এখন দেখা গেল বর্ধমান জেলায় দামোদর নদীর তীরে । তবে কোন টাকা পয়সার বিনিময়ে নয় তার নিজের ইচ্ছায় নিজে তৈরি করেছেন শিল্পী রঙ্গজিত বাবু, খুব কষ্টের সাথে তৈরি করার পরে বৃষ্টি হবার কারণে ভেঙে যায় বলে একটু মন খারাও ও হয়েছেন শিল্পী রঙ্গজিত বাবু ।
শিল্পী রঙ্গোজীব রায় জানান,তিনি একজন আর্ট পেন্টিংয়ের অধ্যাপক,ভয়াবহ করোনাকালের এই পরিণতির জন্য কোনোরকম ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা দিতে পারছেন না। তাই বসে না থেকে বাড়ির পাশে দামোদর নদীর তীরে হারিয়ে যাওয়া প্রাচীন কালের নিদর্শন সভ্যতা তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, যেখানে নদীর বালি দিয়ে ছোট বড় ইমারত নির্মাণ হচ্ছে ,সুতরাং শিল্পীদের পেন্টিং বজায় রাখতে নদীর তীরে বালি দিয়ে প্রাচীন সভ্যতার এক নতুন প্রয়াস করা হলো। অনেকটা সময় লাগলেও খুব ধৈর্য দিয়ে এই কাজ করতে হবে বলে জানিয়েছেন শিল্পী রঙ্গজিত ,তিনি জানান লাল কাপড় সুত এবং দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছেন এই অভিনব চিত্রটি খুব সূক্ষ্ম কাজ থাকলেও ফুটিয়ে তুলে ধরেছেন রঙ্গজিতবাবু এই টেম্পেল ।