বর্ধমান শহরে মেহেদী বাগান শিব মন্দিরে মঙ্গলবার ঘটে গেলো এক অলৌকিক ঘটনা।শিব মন্দিরের পাশেই আছে হনুমান মন্দির। শিব মন্দিরে রয়েছে একটি পাথরের নন্দী সেই নন্দীবাবা হঠাৎ জলপান করছেন।
বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই নন্দী বাবাকে জল খাওয়াতে চামুচ দিয়ে জল নন্দীর মুখের সামনে ধরলেই নিমিষের মধ্যে জল উধাও ।ইতিমধ্যে মানুষ জমায়েত হতে শুরু করেছে এলাকায় ।
সবাই একে একে জল খাওয়াচ্ছেন এই নন্দী বাবাকে উৎসাহ মানুষের ভিড় এলাকায়।