বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

হতাশা থেকেই লটারি বিজেতার আত্মহত্যা

Published on: January 18, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

লটারি জিতেও পুরস্কারের টাকা পাননি অভিযোগ লটারি বিক্রেতা টিকিটটি নিয়ে ঠকিয়েছে লটারি বিজেতাকে আর সেই হতাশা থেকেই লটারি বিজেতা আত্মহত্যা করল। আত্মঘাতী লটারি বিজেতার নাম উজ্জ্বল লায়েক।

 

বাড়ি হীরাপুরের আলুঠিয়া গ্রামে পাটমোহনা বাজার থেকে লটারির টিকিট কিনেছিলেন হিত ৪ জানুয়ারি পরিবারের দাবি ১ লক্ষ ৮০ হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন তিনি।

 

কিন্তু টিকিটটি নিয়ে পুরস্কারের মুল্য দিতে অস্বীকার করে বিক্রেতা বলে অভিযোগ। তারপরেই হতাশা থেকে গতকাল গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয় লটারি বিজেতা উজ্জ্বল লায়েক।  অভিযুক্ত লটারি বিক্রেতা পলাতক। পুলিশ লটারি বিক্রেতার বাবাকে জিজ্ঞাসাবাদ করছে।

 

Join Telegram

Join Now