সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য , গ্রেফতার যুবক
ফেসবুকে চলছিল মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। সেটা দেখানো হচ্ছিল মুখ্যমন্ত্রীর পেজেই। সেখানেই অনুষ্ঠান চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সঞ্জিত মুর্মু নামে এক যুবক। তার জেরে তাঁর নামে স্থানীয় থানায় দায়ের হয় অভিযোগ।সেই অভিযোগের জেরেই পুলিশ রবিবার সকালে ওই যুবককে গ্রেফতার করে। এদিন দুপুরেই ওই যুবককে আদালতে তোলা হয়। যদিও ওই যুবকের সাফাই, ‘নেশা করে ছিলাম।
না বুঝেই কুকথা লিখে ফেলেছি।’ কিন্তু পুলিশের ধারনা বেশ পরিকল্পনা করেই সম্ভবত এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার পিছনে আর কে কে জড়িত তা ওই যুবককে জেরা করে জানতে চায় পুলিশ । জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার মেমারি-১ ব্লকের আমাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় এক বাসিন্দাই মেমারি থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ওপর ভর দিয়েই এদিন সকালে আমাদপুর গ্রাম থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
দুপুরেই তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। মুখ্যমন্ত্রীকে সমাজমাধ্যমে কুরুচিকর ভাষায় আক্রমণ করার এই ঘটনা অবশ্য নতুন নয়। কার্যত ২০১১ সাল থেকেই ধারাবাহিক ভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই সব ঘটনার জেরে গ্রেফতারির ঘটনাও ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই সব ঘটনার সঙ্গে কোনও না কোনও বিরোধী রাজনৈতিক দলের কর্মী, নেতা বা সমর্থকেরাই জড়িত। মেমারিতে গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে অবশ্য এখনও সেরকম কোনও অভিযোগ ওঠেনি। তবে পুলিশ খতিয়ে দেখছে সে সক্রিয় ভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা।