আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মাত্র ৫ টাকার কর্পুরে ই কুপোকাত মশা

Published on: November 19, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

কর্পূরের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের কারণে পূজা ছাড়াও আরও অনেক কাজে ব্যবহৃত হয়।এতে অনেক ধরনের ঔষধি গুণ পাওয়া যায়।খুশকি, চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে চুলে লাগালে চুল মজবুত ও লম্বা হয়।
কর্পূরের উপকারিতা –

1) মশাকে দূরে রাখতে মানুষ বাজারে পাওয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল সমৃদ্ধ পণ্য ব্যবহার করে থাকে।এই কেমিক্যাল গুলি আপনার শরীরের জন্য ক্ষতিকারক। পরিবর্তে কর্পূর ব্যবহার করতে পারেন।শীতের সময়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।ঘরের কোণায় কর্পূর রাখতে হবে। এর সুগন্ধে সব মশা পালিয়ে যাবে।

2) মশা দূরে রাখতে তুলসীর রস সাহায্য করে।তুলসীর রস হাতে ও মুখে লাগালে ঘুমের সময় মশা কাছেই আসে না। এই পদ্ধতিটি সম্পূর্ণ নিরাপদ ।

3) কর্পূর,তুলসীর পরিবর্তে নিম পাতাও ব্যবহার করতে পারেন। নিম পাতা পোড়ালে মশা পালিয়ে যায়। মশা থেকে বাঁচতে নিম ও নারকেল তেল মিশিয়ে শরীরে লাগান। এতে করে রাতে মশা কামড়াবে না।

Join Telegram

Join Now