সৌরভের দিল্লিকে হারিয়ে দুরন্ত জয় কোহলির
বিশাখ নিজের ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি
আরসিবির দেওয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫১ রানের বেশি তুলতে পারেনি দিল্লি। আরসিবির জার্সিতে অভিষেকেই দুর্দান্ত বোলিং বিজয় কুমার বিশাখ নিজের ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি।বিরাট কোহলির ৩৩ বলে ৫০ রান করে নিজের দলকে একটি বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। সামনে থেকে নিজের দল আরসিবিকে নেতৃত্ব দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় এনে দিলেন বিরাট কোহলি ।
১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়ে বসে তারা।ডেভিড ওয়ার্নার ভালো শুরু করেছিলেন, কিন্তু তিনিও মাত্র ১৯ রান করে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়েই আউট হলেন। মনীশ পান্ডে অর্ধশতরান করে চেষ্টা করেছিলেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার।১৫১ রানের বেশি তুলতে পারেনি দিল্লি।বিশাখ ৩ টি উইকেট দুটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন পার্নেল, হাসারাঙ্গা এবং হর্শল প্যাটেল। বিরাট কোহলি আজ তিনটে ক্যাচও নিয়েছেন।
রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত থিঙ্ক ট্যাংকরা দলের সঙ্গে যুক্ত থাকলেও এত খারাপ অবস্থা কেন দিল্লির!টুর্নামেন্টের শুরুতেই পরপর পাঁচ ম্যাচ খেলে কার্যত টপ ফোরের দৌড় থেকে ছিটকে গিয়েছেন তারা।