ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা
কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য
সামনে সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিছুদিন আগে মাকে স্থানান্তরিত করে মন্দির সংস্কার করা হয়েছিল। মন্দির থেকে কিছুটা দূরে মন্দিরে প্রবেশের আগে গেট বানানো হয়েছিল তারও সংস্কারের কাজ চলছে জোর কদমে।
দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের যানবাহন রাখার জন্য ব্যবস্থা করা হবে চিলের মাঠে। কোনরকম যানজটের সৃষ্টি না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।তারাপীঠ এলাকা জুড়ে বসানো হবে শতাধিকের উপর সিসিটিভি ক্যামেরা ও তারাপীঠ ধোকার আগে থেকে তৈরি করা হচ্ছে গোটা এলাকায় ওয়াচ টাওয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
পাশাপাশি মন্দিরের গালাগা দুটি ওয়াচ টাওয়ার বানানো হয়েছে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া যায় । সব মিলিয়ে কৌশিকী অমাবস্যার আগে সেজে উঠছে গোটা এলাকা। এর ফলে ছোট থেকে বড় সকলেই লাভের মুখ দেখবে বলে আশায় আছে।