বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এবার তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা,কি বললেন করিনা

Published on: July 20, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর। লন্ডনে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা কাপুর। নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে করিনা তৃতীয়বার মা হতে চলেছেন। একটি ছবি যেখানে করিনার পেট যথেষ্ট ভারি লাগছে।দেশে ফিরেই এই প্রসঙ্গে মুখ খুললেন করিনা স্বয়ং।

নেটিজেনদের শান্ত হওয়ার কথা বলে করিনা মজা করে লিখেছেন, তাঁর স্বামী সইফ আলি খান এর মনে হচ্ছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।করিনা ও সইফের দুই পুত্রসন্তান রয়েছে, তৈমুর ও জেহ এছাড়াও সইফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং এর এক কন্যাসন্তান সারা আলি খান  ও এক পুত্রসন্তান ইব্রাহিম আলি খান ।

তবে কি সাইফ আলী তিন ছেলে ও এক মেয়ের পর পঞ্চম সন্তানের অপেক্ষায় ? অবশেষে করিনা ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, তিনি অন্তঃসত্ত্বা নন।  পাস্তা ও ওয়াইন খাওয়ার কারণে তাঁকে অত মোটা লেগেছে।

কারিনার ওই ছবি দেখে অভিনেত্রীকে ট্রোল করার সুযোগ ছাড়েনি সোশ্যাল মিডিয়া । একজন লিখেছেন, ‘আমার বাড়ির সামনের দোকানে কন্ডোম কিনতে পাওয়া যায়’। আরেকজন লিখেছেন, এভাবে যদি একজন পতৌদি পাঁচ সন্তানের জন্য দেন তাহলে তো ভারত এবার চীন হয়ে যাবে। আমরা সকলেই জানি সইফ আগেও বিয়ে করেছিলেন অমৃতা সিং-কে এবং তাঁদের দুই সন্তানও রয়েছেন। তারপর সইফ বিয়ে করেন কারিনাকে আর কারিনা-সইফ-এরও দুই সন্তান রয়েছে।

Join Telegram

Join Now