বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামী বাড়িতে মহিলাদের আনাগোনা

Published on: November 3, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত ইডির  হেফাজতে। বিস্ফোরক তথ্য উঠে আসছে একের পর এক।উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের মণ্ডলপাড়ায় বিরাট বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় ২০১১ সালে ওই জমি কিনে বাড়ি তৈরী করেন।২৭ কাঠা এলাকার বাড়ি,১২ থেকে ১৪ ফুটের পাঁচিল । কিছু মহিলার আনাগোনা ছিল ওই বাড়িতে বলে অভিযোগ এলাকা বাসীদের।

সাদা রঙের এই বিশাল বাড়ির মালিকানায় তার নাম না থাকলেও এলাকাবাসীরা জানান এটাই তার বাড়ি।মহিলারা কেনো আসতেন সেখানে,কি করতেন সেটা যদিও কেও পরিষ্কার করে বলতে পারেন নি। বৃদ্ধাশ্রম,অনাথ আশ্রম বানানোর কথা থাকলেও তা কিন্তু হয় নি।তবে কি হয় তাও কেও বলতে পারেন নি।প্রচুর বেনামী ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও নিজের নামে রয়েছে তিনটে অ্যাকাউন্ট।সূত্রের খবর অভিষেক বিশ্বাস এবং স্মৃতিকনা বিশ্বাসের নামে রয়েছে ওই বিশাল বাড়িটি।

Join Telegram

Join Now