পড়াশোনার খরচ জোগাতে ক্ষতিপূরণের আশাতে চলন্ত বাসে ঝাঁপ
পড়াশোনার খরচ জোগাতে ক্ষতিপূরণের আশাতেই এই সিদ্ধান্ত
জোগাড় হচ্ছিল না সন্তানদের পড়াশোনার টাকা।ভাবতে ভাবতে মাথায় এল উপায়।ঝাঁপ দিয়ে বাসের সামনে আত্মহত্যা করলেন মা।মৃত্যুর পর যে ক্ষতিপূরণ তা দিয়ে সন্তানদের কলেজ ফি জোগাড় হয়ে যাবে!তামিলনাড়ুর সালেম এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।৩৯ বছর বয়সি মহিলার নাম পাপ্পাথি।অস্থায়ী ঝাড়ুদার হিসেবে কাজ করতেন তিনি।দুজন মেধাবী ছেলেমেয়ে রয়েছে। মেয়ে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়া। ছেলে একটি পলিটেকনিক কলেজে স্থাপত্যবিদ্যার ছাত্র।
পড়াশোনার খরচ জোগাতে তাই ক্ষতিপূরণের আশাতেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।৪৮ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, রাস্তায় আচমকাই একটি চলন্ত বাসের সামনে চলে আসেন মহিলা।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।যদিও মৃতার ছেলে জানিয়েছে,’আমাদের আত্মীয়রা কলেজের ফি-এর ব্যাপারে আমাদের সাহায্য করছেন। আসল সত্যিটা সময়মতো জানা যাবে।’