Johnson & Johnson-এর করোনা টিকা দুর্দান্ত সাফল্য,আশা জাগাচ্ছে
সৌজন্যে :ইন্টারনেট -জুলাই মাস থেকেই করোনা টিকার হিউম্যান ট্র্যায়াল শুরু করেছে মার্কিন সংস্থা Johnson & Johnson। ক্রমশ ভয়াবহ হতে থাকা করোনা পরিস্থিতির কথা ভেবে নির্ধারিত সময়ের দু’মাস আগেই নিজেদের তৈরি প্রতিষেধকটির হিউম্যান ট্র্যায়াল শুরু করে সংস্থা। এ বার সামনে এল Johnson & Johnson-এর তৈরি প্রতিষেধকটির প্রাথমিক পর্বের ট্র্যায়ালের ফলাফল। এই ট্রায়ালের ফলাফল যথেষ্ট ইতিবাচক বলেই জানিয়েছেন সংস্থার বিজ্ঞানীরা।
সংস্থা জানিয়েছে, এই টিকার হিউম্যান ট্র্যায়ালের জন্য ১৮ থেকে ৬৫ বছর বা তারও বেশি বয়সের স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছিল। শুক্রবার প্রকাশিত ট্রায়ালের ফলাফল অনুযায়ী, Johnson & Johnson-এর তৈরি করোনা প্রতিষেধক (AD26.COV2.S) প্রয়োগে ৯৮ শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরে করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি (Antibody) তৈরি হয়েছে। টিকা দেওয়ার ২৯ দিন পরে এই অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।