আগামী ৬মে মুক্তি পেতে চলেছে ইন্দো-আর্জেন্টিনীয় ছবি ‘করেথিংকিং অফ হিম”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম দিবস উপলক্ষে সারা দেশে আগামী ৬মে মুক্তি পেতে চলেছে ইন্দো-আর্জেন্টিনীয় ছবি "থিংকিং অফ হিম"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম দিবস উপলক্ষে সারা দেশে আগামী ৬মে মুক্তি পেতে চলেছে ইন্দো-আর্জেন্টিনীয় ছবি “থিংকিং অফ হিম”। কবিগুরুর ভূমিকায় অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক নিয়েই এই সিনেমার মূল বিষয়বস্তু। সিনেমাটির পরিচালক আর্জেন্টিনাবাসী পাবলো সিজার। সহ-প্রযোজক পুরস্কার প্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সূরজ কুমার।
গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ পড়ার পর, ওকাম্পো রবীন্দ্র সাহিত্যের অনুরাগী হয়ে পড়েন। মাত্র ১৩ বছর বয়সে ছবি পরিচালনার ক্ষেত্রে হাত দেন তিনি। শোনা যায়, ১৯২৪ সালে বুয়েনস আইরেস সফরের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হয়ে পড়লে ওকাম্পো তাঁর সেবা করেন। ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে আর্জেন্টাইন অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার রয়েছেন। এছাড়া ছবিতে রাইমা সেন ও হেক্টর বোর্দোনি রয়েছেন।
১৯২৪ সালে জলপথে পেরুর উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জাহাজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময়ে জাহাজটি আর্জেন্টিনা পেরোচ্ছিল। রবীন্দ্রনাথ জাহাজে অসুস্থ হয়ে পড়েছেন, খবর পৌঁছয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারেসের অভিজাত পরিবারের মেয়ে ওকাম্পোর কানে। গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ পড়ে অনুপ্রাণিত হন তিনি। ওকাম্পো নিজেও এক জন লেখক। ওকাম্পোর ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথকে ওকাম্পোর বাড়িতে নিয়ে আসা হয়।
৩৪ বছরের লেখক ওকাম্পো ষাটোর্ধ রবীন্দ্রনাথের সেবায় নিজেকে নিয়োজিত করেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ১৯২৫ সালের জানুয়ারি মাসে আর্জেন্টিনা থেকে বিদায় নেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ কিছু সাহিত্যিকদের মতে, এই দীর্ঘ সময়ে তাঁদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই সম্পর্ককে কেউ কোনও দিন কোনও নাম দিতে পারেননি। কেউ মনে করেন প্রেম, কেউ বা বন্ধুত্বের তকমা দেন। তারই গল্প বলবে, “থিংকিং অফ হিম”যেটি মুক্তি পেতে চলেছে আগামী ৬ মে