রেললাইন পার হতে গিয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় ভারতীয় রেল, জানালো হাইকোর্ট

বিভিন্ন সময়ে রেললাইন পার করতে গিয়ে মৃত্যুর ঘটনায় প্রায় দিনই লেগেই রয়েছে। তবে মাঝে মাঝেই এই দুর্ঘটনা গুলির জন্য ভারতীয় রেলের দিকে আঙ্গুল তোলেন এক সোনার মানুষ

সুনীতা ঘোষ: বিভিন্ন সময়ে রেললাইন পার করতে গিয়ে মৃত্যুর ঘটনায় প্রায় দিনই লেগেই রয়েছে। তবে মাঝে মাঝেই এই দুর্ঘটনা গুলির জন্য ভারতীয় রেলের দিকে আঙ্গুল তোলেন এক সোনার মানুষ। অনেকেই আবার ক্ষতিপূরণের দাবি করে বসে বসে। এবার তেলেঙ্গানা হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানানো হলো।

একটি মামলার পরিপ্রেক্ষিতে তেলেঙ্গানা হাইকোর্ট জানিয়েছে, রেলওয়ে আইনের ১২৪(এ) ধারা অনুযায়ী, রেললাইন পারাপার করতে গিয়ে যদি নিজস্ব গাফিলতিতে মৃত্যু হয় তাহলে তবে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন না ভারতীয় রেল। বিচারপতি জি অনুপমা চক্রবর্তী বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে দেওয়া হবে ক্ষতিপূরণ। ২০০৮ সালে ৬ মে তারিখে পরিবারের সঙ্গে হাওড়া তিরুপতি এক্সপ্রেসে কান্ডুকুরু যাচ্ছিলেন। সেই সময় তিনি ট্রেন থেকে রেল লাইনে নেমে পড়েন। রেললাইন থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন তিনি।

কিন্তু ঐ মহিলার শাড়ি রেললাইনে আটকে যাওয়ায় নবজিন এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান ওই মহিলা। ওই মহিলার মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে ইন্ডিয়ান রেলওয়ে কাছে ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। সেকেন্দ্রাবাদ রেলওয়ে ক্লেমbট্রাইবুনাল ওই মহিলার পরিবারের আবেদন খারিজ করে দেয়। রেলের আইনজীবী দাবি করেন, ওই মহিলার নিজের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। তাই এটি কোন অপ্রীতিকর ঘটনা নয়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই মহিলা ট্রেন থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মারা যাননি। তাই কোনভাবেই এটি অপ্রীতিকর ঘটনা হতে পারেনা। এছাড়াও মৃতার ছেলে অবশ্য স্বীকার করে নিয়েছে যে তার মা নিজের গাফিলতির জেরেই প্রাণ হারিয়েছে। এছাড়াও ওই মহিলা রেল লাইন পারাপার করার জন্য ফুট অভার ব্রিজ ব্যবহার করেননি। ১২৪(এ) ধারা অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ তখনই ক্ষতিপূরণ দেবে যখন, কারো অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হবে। রেলের মতে এটি কোনো অপ্রীতিকর ঘটনা নয়। তাই ক্ষতিপূরণের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *