ঠাসা সূচি আগামী ৬ মাস,৪ দিন পরেই মাঠে নামবে ভারত
মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে আইপিএল।
বিশ্রাম নেই ভারতীয় ক্রিকেটারদের।রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য ঠাসা সূচি তৈরি ভারতীয় ক্রিকেট বোর্ডের।২৩ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার ২০ ওভারের সিরিজ়।বিরতি বলে কিছু নেই বিরতি বলে যেন কিছু নেই।বিশ্বকাপের পরেও বিশ্রাম নেই । বিশ্বকাপের সব দল দেশে ফিরে গেলেও চ্যাম্পিয়নেরা ফিরছে না। টি-টোয়েন্টি সিরিজ় খেলবে পাঁচটি।
সিরিজ় শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল।দু’টি টেস্ট-সহ তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিতেরা।১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত সিরিজ় চলবে।আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ১১ জানুয়ারি থেকে শুরু হবে। ভারত-আফগানিস্তান সিরিজ় শেষ হবে ১৭ জানুয়ারি।
২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ় চলবে।পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে দু’দল।মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে আইপিএল।দু’মাস ধরে চলবে আইপিএল।আগামী ছ’মাস ঠাসা সূচি রোহিত, কোহলিদের।