বিধানসভা  নির্বাচনের প্রাক মুহুর্তে রাজনৈতিক বিরোধী শিবির গুলি শান্তির পরিবেশ বিনষ্ট করার প্রচেষ্টা

থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতে বিরোধীদল আশ্রিত দুষ্কৃতকারীরা শাসক বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ

বিধানসভা  নির্বাচনের প্রাক মুহুর্তে রাজনৈতিক বিরোধী শিবির গুলি শান্তির পরিবেশ বিনষ্ট করার প্রচেষ্টা। থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতে বিরোধীদল আশ্রিত দুষ্কৃতকারীরা শাসক বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন তুইচিন্দ্রাই বাড়ি এলাকা স্থিত মাস্টার পাড়াতে থার্টিফার্স্ট ডিসেম্বরে রাতে।

 

জানা যায়, আর কয়েকদিন বাদেই ত্রিপুরা রাজ্যের বিধানসভার নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি দলের প্রচারে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় প্রচার সজ্জায় ফ্লেগ ফেস্টন লাগিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই নির্বাচনকে সামনে রেখে তুইচিন্দ্রাই শক্তি কেন্দ্রের উদ্যোগে মাস্টারপাড়া এলাকায় ফ্লেগ লাগিয়ে সুসজ্জিত করা হয়েছিল। থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতে অন্ধকারে বিরোধী শিবির তথা কংগ্রেস সিপিআইএম দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা বিজেপি তথা  উবরে ফেলে দেয়।

 

রবিবার সকালে যুব মোর্চার কর্মীরা দেখতে পায় দলীয়  প্রচার সজ্জা ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া পুলিশকে। পুলিশ ঘঠনাস্থলে পৌঁছে এবং পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে যুব মোর্চা কর্মীদের অভিমত, তেলিয়ামুড়া শান্তি সম্প্রীতি কে বিনষ্ট করার জন্য বিরোধী শিবিরের এই দুষ কর্ম। যা কোনদিন বরদাস্ত করা যাবে না। তবে প্রশাসনিকভাবে সুস্থ তদন্ত  দাবি জানানো হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *