ধার না পেলে বেতন হবে না: শুভেন্দু
'রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্কের কাছে ১০ হাজার কোটি টাকা ঋণ চেয়ে ফাইল পাঠিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন শুভেন্দু অধিকারী ।
গত পাঁচ-ছ’মাসে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে খুব একটা ভাল না।উত্তরাধিকার সূত্রে পাওয়া ঋণের বোঝা এবং বাংলার বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক অবরোধ রাজ্য সরকারের বক্তব্য দুটি।শুক্রবার শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বন্ধের আশঙ্কা উস্কে দিলেন ।’রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্কের কাছে ১০ হাজার কোটি টাকা ঋণ চেয়ে ফাইল পাঠিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন শুভেন্দু অধিকারী ।বিরোধী দলনেতা বলেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী যদি তাতে অনুমোদন দেন তাহলে বেতন হবে।
তৃণমূলের বক্তব্য,কোভিডের সময়ে যখন অন্য অনেক রাজ্যে সরকারি কর্মচারীদের বেতনে কাটছাঁট করা হয়েছিল তখন বাংলা সেপথে হাঁটেনি।শুভেন্দু টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ঋণ নেওয়ার ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে। তারপরে আবার ঋণ চেয়ে দিল্লিতে ফাইল পাঠিয়েছে নবান্ন।শুভেন্দুর দাবি, বাংলার ঋণের বোঝা এখন ৬ লক্ষ কোটি টাকা।