যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনও কিছুই অসম্ভব না…দীনেশ কার্তিক

বেশি ধকল এড়ানোর জন্য এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মত বড় তারকাদের। বদলে দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন তারকা।

বেশি ধকল এড়ানোর জন্য এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মত বড় তারকাদের। বদলে দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন তারকা।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল গতকাল।সম্প্রতি, দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ান ডে ও টেস্ট সিরিজ হেরে ফেরে ভারত।এই সিরিজটিকে বদলার মঞ্চ হিসেবেই দেখছে ভারতীয় দল।

সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ একাধিক সিরিজ, সেই কারণেই এক্ষেত্রে সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছে কোহলি এবং রোহিত শর্মা সহ একাধিক তারকাকে।সেই জায়গায় ভারতীয় দলে যেমন অনেক নতুন মুখ সুযোগ পেয়েছে, ঠিক সেরকম ভাবেই দলে ফিরে এসেছে বেশ কয়েকজন পুরনো তারকাও, যার মধ্যে অন্যতম হলেন দীনেশ কার্তিক।

Indian cricketer Dinesh Karthik celebrates after hitting a six off the last ball during the final Twenty-20 cricket match of NIDAHAS Trophy between Bangladesh and India at R Premadasa cricket ground, Colombo, Sri Lanka on Sunday 18 March 2018. (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন কার্তিক। সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীই তাকে দলে ফেরানোর দাবি তুলেছিলেন। দীনেশ কার্তিক নিজেও আইপিএলের আগে একটি সাক্ষাৎকারে ভারতীয় দলে ফিরতে চান বলে জানিয়েছিলেন।

 

ভারতীয় দলে ফেরার পর দীনেশ কার্তিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন “যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনও কিছুই অসম্ভব না। সকলের বিশ্বাস এবং আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।” চলতি মরশুমে আরসিবির হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন তিনি। বেশ কয়েকটি ম্যাচে কোহলিদের হারের মুখ থেকে বাঁচিয়েছেন তিনি।

India’s T20I squad: KL Rahul (Captain), Ruturaj Gaikwad, Ishan Kishan, Deepak Hooda, Shreyas Iyer, Rishabh Pant (vice-captain)(wk), Dinesh Karthik (wk), Hardik Pandya, Venkatesh Iyer, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Ravi Bishnoi, Bhuvneshwar Kumar, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *