আমি অসুস্থ আমার চিকিৎসার দরকার এরকমই আবদার পবন পুত্রের

আমি অসুস্থ, আমার চিকিৎসার দরকার, এরকমই আবদার এক পবন পুত্রের, ঘটনাটি ঘটেছে আজ ভাতারে

পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে কলপুকুর পাড়ে এক পবন পুত্র প্রচন্ড রোধ গরমে অসুস্থ হয়ে পড়ে। এরপর ওই পবন পুত্র কলপুকুর পাড়ের গৌতম ভৌমিকের ঘরে ঢুকে পরে। সেই সময় উনার স্ত্রী সরস্বতী ভৌমিক ঘরে ছিলেন। ওই পবন পুত্রের আচরণে তিনি প্রথমে ভয় খেয়ে যান। কিন্তু তিনি দেখতে পান ওই পবন পুত্র সোজা রান্না ঘরে ঢুকে যায়। সেখান থেকে একটি কাঁচা আলু সে নেয়। কিন্তু আলু খাবার মত অবস্থায় ছিল না ওই পবন পুত্রের। এরপর আলু ফেলে সে সোজা চলে যায় বেডরুমে।

এরপর সরস্বতী দেবী খবর দেন তার স্বামীকে।তার স্বামী গৌতম ভৌমিক বাড়িতে এসে প্রথমে টেলিফেনে যোগাযোগ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহারের সঙ্গে।তিনি তড়িঘড়ি বনদপ্তর সঙ্গে যোগাযোগ করে একটি গাড়ি পাঠিয়ে দেন ভাতারে। বনদপ্তরের কর্মীরা ঐ অসুস্থ পবন পুত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

এ বিষয়ে বন ও ভূমি কর্মদক্ষ শ্যামাপ্রসন্ন লোহার জানান, আমি খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি বনদপ্তর সঙ্গে যোগাযোগ করি। হনুমানটি উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে, হনুমানটি সুস্থ হলে তাকে পুনরায় বনে ফিরিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *