শৌচালয়ের মধ্যে চলছে মধুচক্রের ব্যবসা
শৌচালয়ের মধ্যে চলছে মধুচক্রের ব্যবসা মঙ্গলবার হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা
শৌচালয়ের মধ্যে চলছে মধুচক্রের ব্যবসা মঙ্গলবার হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হাতে এক যুবক ও এক গৃহবধূকে তুলে দিয়ে সরব হন তাঁরা। এরপর ওই এলাকায় যাতে মধুচক্রের আসর না বসে পুলিশকে নজরদারির জন্য বলা হয়। ঘটনাটি গাজোল থানার বিদ্রোহী মোড় এলাকার। সংশ্লিষ্ট অটো ইউনিয়ন সংলগ্ন শৌচালয়ের অন্যান্য পড়ে থাকা ঘরে বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা।
এর নেপথ্যে থাকা পিডাব্লুডি-এর আধিকারিকের নাম উঠে আসছে। উঠে আসছে আরও কয়েকজন দালালের নামও। স্থানীয় বাসিন্দা মলয় ভট্টাচার্য জানান, ‘সরকারি দপ্তরের শৌচালয়ে বেশ কিছুদিন ধরেই চলছে মধুচক্রের ব্যবসা। এদিন আমরা হাতেনাতে এক যুবক ও এক গৃহবধূকে ধরে ফেলি। তারপর পুলিশের হাতে তুলে দিয়েছি।
গোটা গাজোলের বুকে যাতে এরকম ঘটনা আর না ঘটে পুলিশকে সতর্ক হতে বলছি আমরা। গাজোলের পরিবেশ কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না।’ মধুচক্রে ধৃত যুবকের নাম সন্টু বসাক। তার বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। ধৃত গৃহবধূর নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।