মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কতৃক জেলায় জেলায় দূর্গা উৎসবে শুভ সূচনা করা হয় আজ । বীরভূম জেলায় শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর নারায়ণপুর যুব সংঘের সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হয়। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ,
শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর শ্রী নিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, কংকালী তলা পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরায়নপুর সর্বজনীন দুর্গোৎসবে ফিতে কেটে ও উজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।
শুভ সূচনা অনুষ্ঠানে ধর্ম মত নির্বিশেষে সকলেই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সামনে বীরভূম জেলার সভাধিপতি আশ্বাস দেন পুজোর মরশুমে শহরে যাহাতে সাধারণ মানুষের যানজটের সমস্যা সম্মুখীন না হয় তার সমস্যা সমাধান হবে । ।