“হিন্দি রাষ্ট্রভাষা”, অজয় দেবগনের মন্তব্যে তোলপাড় দক্ষিণী রাজ্য

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয় হিসেবে উঠে এসেছে বলিউড অভিনেতা অজয় দেবগনের করা একটি টুইট প্রসঙ্গে দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপের বিতর্ক।

সুনীতা ঘোষ: বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয় হিসেবে উঠে এসেছে বলিউড অভিনেতা অজয় দেবগনের করা একটি টুইট প্রসঙ্গে দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপের বিতর্ক। দুই অভিনেতার দ্বন্দ্বে এবার লাগলো রাজনীতির রং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপ জানিয়েছেন, “হিন্দি এখন আর রাষ্ট্রভাষা নয়।” কিচ্ছা সুদীপকে বিঁধে বলিউডের সুপারস্টার অজয় দেবগন টুইট বার্তায় হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করেছিলেন।

কিচ্ছা সুদীপ অজয়ের এই মন্তব্যে প্রসঙ্গে বলেছিলেন, “কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।” কর্নাটকের বিজেপি বিরোধী দলগুলির শীর্ষনেতারা এবার অজয় দেবগনের বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন। বিজেপি বিরোধী শিবির বলিউডের অজয় দেবগন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরুদ্ধে পাল্টা আক্রমণকে হাতিয়ার করেছে। “হিন্দি রাষ্ট্রভাষা নয়” একথা অজয় দেবগনকে মনে করিয়ে দিয়েছেন কর্নাটকে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও। এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, “সুদীপ সঠিক কথাই বলেছেন। রাজ্য তৈরির পর তাদের নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। তাদের রাজ্যে মাতৃভাষাকেই গুরুত্ব দেওয়া হয়। সুদীর ঠিক কথাই বলেছেন। প্রত্যেকের এই মন্তব্যকে শ্রদ্ধা জানানো উচিৎ”। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারাময়াইয়াও অজয় দেবগণেক টুইটের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। হিন্দি কখনোই রাষ্ট্রভাষা নয় বলেই দাবি তার।

এদিন সিদ্দারামাইয়া টুইট করে বলেন, “হিন্দি কখনই আমাদের জাতীয় ভাষা ছিল না এবং আগামী দিনে থাকবে না। প্রত্যেক ভারতীয় নাগরিকের উচিৎ দেশের ভাষার বৈচিত্রকে সম্মান করা। প্রত্যেক ভাষারই নিজস্ব ইতিহাস রয়েছে।” অজয় দেবগনের করা টুইটে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবগৌড়ার পুত্র লেখেন, “অজয় দেবগণ বিজেপির মুখপাত্র হিসেবে কথা বলছেন। বিজেপির এক দেশ, এক কর, এক ভাষা এবং এক সরকার নীতি ও হিন্দি জাতীয়তাবাদের প্রতি তাঁর সমর্থন রয়েছে।” ভাষা নিয়ে এই বিতর্ক আগামী দিনের বড় কোন আকার নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *