সর্বোচ্চ ছক্কার রেকর্ড

জয়সওয়াল ৩৪টি ছক্কা

১৭ উইকেট প্রথম দিন,একই পিচে দ্বিতীয় দিনে তিনটির বেশি উইকেট পড়েনি।যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের  ১৭২ রানের জুটিতে শক্ত অবস্থানে  ভারত।২১৮ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ভারত।জয়সওয়াল ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন, এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন । ৯ ম্যাচ ৩৩ ছক্কা হাঁকিয়েছেন ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককালাম।এখনো শেষ হয়নি জয়সওয়ালের বছর।৯০ রানে অপরাজিত আছেন তিনি।৬২ রানে অপরাজিত রাহুল ।

১০৪ রানে অস্ট্রেলিয়া গুটিয়ে যায়।৩০ রানে ৫ উইকেট নেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। হারশিত রানা ৩টি ও মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।ভারতকে অল্প রানে থামিয়ে নিজেরাও ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া।৪৬ রানের লিড পেয়ে যায় ভারত।৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সামনে উঁকি দিচ্ছিল নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা। ভারতের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ছিল ৮৩।হ্যাজেলউড ও স্টার্ক দুজনের ২৫ রানের জুটিতে ১০০ পার করে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *