বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অসহায় আত্ম সমর্পন ভারতের

Published on: November 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ ছিল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ ।আজকের এই সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং ইংল্যান্ড।অ্যাডিলেড ওভালে গুরুত্বপূর্ণ এই ম্যাচ নির্ভর করে টসের উপর। পিচের কন্ডিশন অনুযায়ী যে দল টস জিতবে ম্যাচ তার পকেটে এমনটাই পিচ রিপোর্টে দেখা গেছে। ইংল্যান্ড টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত কুড়ি ওভারে ৬উইকেট হাড়িয়ে ১৬৮ রান করে ভারত।

বিরাট কোহলি ৪০ বলে ৫০ রোহিত শর্মা ২৮ বলে ২৭ এবং হার্দিক পান্ডের ৩৩ বলে ৬৩ ঝোড়ো ইনিংসের সুবাদে ইন্ডিয়া ১৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারে বিনা উইকেটে এই রান তুলে নিয়ে ফাইনালের টিকিট সংগ্রহ করে ।অ্যালেক্স হালেস ৪৭ বলে ৮৬ এবং জোশ বাটলার ৪৯ বলে ৮০ রান করে দলকে ফাইনালে তুলে দেয়। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে অ্যালেক্স হালেস।

ভারতীয় বোলারদের ওই দুই ব্যাটসম্যানের সামনে অসহায় মনে হয়। সেমিফাইনাল এর মত গুরুত্বপূর্ণ ম্যাচে একটিও উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা। অসাধারণ ইনিংস খেলে আজ ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান। কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান।

স্লো এবং মরা পিচে যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা সুযোগ নিতে পারবে বলে ধরা হয়েছিল সেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টসে জেতার পর ফায়দা তুলে নেয়। আগামী রবিবার পাকিস্তান এবং ইংল্যান্ড দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচে।

Join Telegram

Join Now