বিদ্যুত্‍ দফতর থেকে বছরে ৬ লাখ টাকা পেত, সম্পত্তি কোটি টাকার

‘দুর্নীতিতে পার্থ যেন শিক্ষক, আর শান্তনু ছাত্র।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের আবেদন জানানোর সময় আদালতে ইডির আইনজীবী বললেন ‘আমরা রামধনু দেখতে পাচ্ছি। রাজ্য তথা দেশের মানুষকে বলব, আর একটু ধৈর্য ধরুন। আমরা বসন্তের শেষে রয়েছি।’ কেন্দ্রীয় সংস্থার আইনজীবী জানান, ‘দুর্নীতিতে পার্থ যেন শিক্ষক, আর শান্তনু ছাত্র। পার্থর কায়দায় দুর্নীতি করেছে। এও দামি কোম্পানি বানিয়েছিল। টাকা ঘুরিয়েছিল।’

‘ আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালেন।অন্যদিকে ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, ‘আমরা আগে বলেছিলাম অয়ন সোনার খনি।এডুকেশন স্ক্যামে সীমাবদ্ধ নেই,এর সঙ্গে জুড়েছে পুরসভার নিয়োগ দুর্নীতিওইডির আইনজীবী বলেন,একটু অপেক্ষা করুন,‘আমরা বসন্তের শেষে পৌঁছে গিয়েছি।ইডি শান্তনুর কীর্তি প্রসঙ্গে বলেন, পাঁচটি বেনামি সম্পত্তি আছে। ফ্ল্যাট রয়েছে। কোম্পানি পেয়েছি। ফার্ম হাউস পেয়েছি। ডামি কোম্পানি আছে। বিদ্যুত্‍ দফতর থেকে বছরে ৬ লাখ টাকা পেত। কিন্তু সম্পত্তি কোটি টাকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *