বর্ধমান শহরে সোনার বিস্কুট, সন্দেহে চাঞ্চল্য
বর্ধমান শহরে সোনার বিস্কুট, সন্দেহে চাঞ্চল্য। এদিন এই বিস্কুট উদ্বারে সাহসিকতার পরিচয় দিল বর্ধমানের এক সিভিক ভলেন্টিয়ার (East Bardhaman News)। ঘটনাটি বর্ধমান পুরসভার সামনে ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার বিস্কুটটি নিয়ে যায় তারা।যদিও পরে জানা যায়, সোনা নয় ওই বিস্কুটটি অন্য কোনও ধাতুর যা সোনার জল করা।
এদিন পুরসভার সামনে কর্মরত অবস্থায় ছিলেন সিভিক ভলেন্টিয়ার শেখ নাজির হোসেন। সেই সময় এক রিক্সাচালক ও মহিলার মধ্যে বচসা দেখে এগিয়ে আসে ওই সিভিক ভলেন্টিয়ার। তাঁকে আসতে দেখে হাতে থাকা রুমালে জরানো পুটলি ফেলে হঠাত্ পালাতে শুরু করে মহিলা ও রিক্সাচালক। তার পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি ওই সিভিক ভলেন্টিয়ার(East Bardhaman News)।
ঘটনাস্থলে এসে পুটলিটি খুলে চোখ-চরক গাছ হয় সিভিক ভলেন্টিয়ারের। পুটলির ভিতরে থাকা সোনার বিস্কুট দেখে সে উর্ধতন কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক ও.সি ও বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার বিস্কুটটি বর্ধমান থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে।
সিভিক ভলেন্টিয়ার শেখ নাজির হোসেন বলেন, “বার্থ সার্টিফিকেটের ফর্ম তুলতে পুরসভায় গিয়েছিলাম। এক মহিলা ছুটে আসছেন দেখে তাঁর দিকে যাই। মহিলার হাতে কিছু ছিল। দেখতে চাইতেই পালিয়ে যায় মহিলা। মহিলাকে ধরার চেষ্টা করেও ধরতে পারি নি”।
তাঁর দাবি, তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু ধরতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সোনার বিস্কুট দেখে ওই রিকশা চালক ও মহিলাকে কিছু জিজ্ঞাসা করেননি সিভিক ভলান্টিয়ার। দু’জনকেই ছেড়ে দিয়েছে। তাই তাঁরা পালিয়ে যেতে পেরেছেন।