চক্ষু পরীক্ষা শিবির

অর্ঘ্য অপটিক্যালের পক্ষ থেকে বয়স্ক এবং পিছিয়ে পরা মানুষদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজিত হল রবিবার। বর্ধমান ফুডিস ক্লাবের সহযোগিতায় এবং অর্ঘ্য অপটিক্যালের উদ্যোগে উদয়পল্লীতে ফুডিস ক্লাবের নিজস্ব বৃদ্ধাশ্রমে এই কর্মসূচি হয়।

প্রায় ১৫০ জন মানুষ শহরের বিভিন্ন জায়গায় থেকে শিবিরের আসেন। উদ্যোক্তা শাওনদীপ কুন্ডু বলেন, এদিন শিবিরে আসা মানুষজনদের বিণামূল্যে চক্ষু পরীক্ষা ছাড়াও চশমা দেওয়া হয়।সবকিছুই ছিল ফ্রিতে। ফুডিস ক্লাবের পক্ষ থেকে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।