হাউজিং ফর আরবান প্রকল্পের চার বছরের বকেয়া টাকা প্রদান করলো নব নির্বাচিত পৌরবোর্ড
গরিব মানুষদের বাস স্থানের কথা ভেবে হাউজিং ফর আরবান প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসরকারের এই প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাই পেতে বর্ধমান পৌরসভায় আবেদন করেন পৌর এলাকার বহু গরিব মানুষ। মুখ্যমন্ত্রীর হাউজিং ফর আরবান প্রকল্পে বাড়ি পেতে
২০১৮ সালে নাম নথিভুক্ত করান ৪৮ জন বেনী ফিসারি।
বাড়ি তৈরির প্রথম পর্বের টাকা পেলেও দ্বিতীয় ও তৃতীয় পর্বের টাকা পাননি ৪৮ জন বেনী ফিসারি। নতুন পৌর বোর্ড গঠনের প্রায় ৯ দিনের মধ্যেই বেনী ফিসারি দের চার বছরের বকেয়া টাকার চেক তুলে দিলেন বর্ধমান পৌরসভার নব নির্বাচিত বোর্ড।বর্ধমান পৌরসভার ভায়েস চেয়ারম্যান আইনূল হক বলেন যে সমস্ত বেনী ফিসারিদের টাকা বাকি ছিলো সেই সমস্ত ৪৮ জন বেনী ফিসারিদের হাতে টাকা তুলে দেওয়া হলো।এই প্রকল্পের জন্য আজ প্রায় ৪০ লক্ষ টাকা তুলে দেওয়া হলো ৪৮ জন বেনী ফিসারির হাতে।