ফুটবল প্রতিযোগিতা
পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের দেব শালা অঞ্চলে অনুষ্ঠিত হলো চঞ্চল বক্সী, স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের দেব শালা অঞ্চলে অনুষ্ঠিত হলো চঞ্চল বক্সী, স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।অনুষ্ঠানে উজ্জ্বলময় উপস্থিতি ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্ডার উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শেখ হায়দার আলী এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা সমিতির
সভাপতি অর্চনা রায় সহ জেলা ও ব্লকের শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উইনার হিসেবে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ধর্মরাজ ধর্মরাজ সংঘ ও তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের গোপালপুর আপনজন সংঘ।
প্রথম বিজিতকে ৩০ হাজার টাকা নগদ ও দ্বিতীয় বিজিতাকে ২৫ হাজার টাকা নগদ দেয়া হয়েছে। সঙ্গে দেয়া হয়েছে সুদর্শন ট্রফি। তবে সংবাদ সূত্রে প্রকাশ এই অর্থ প্রদান করেছেন এলাকার বিধায়ক ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন। চঞ্চল বকশি স্মৃতির ফুটবল টুর্নামেন্ট এলাকার মানুষের একটি গর্ব।