এবার ওটিটি প্লাটফর্মে “দ্য কাশ্মীর ফাইলস”, কোথায় দেখতে পাবেন জেনে নিন

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি "দ্য কাশ্মীর ফাইলস" ১১ মার্চ বড় পর্দায় মু্ক্তি পায়। বিবেক অগ্নিহোত্রীর ছবিটি "দ্য কাশ্মীর ফাইলস" ছবিটি ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত নিয়ে তৈরি।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি “দ্য কাশ্মীর ফাইলস” ১১ মার্চ বড় পর্দায় মু্ক্তি পায়। বিবেক অগ্নিহোত্রীর ছবিটি “দ্য কাশ্মীর ফাইলস” ছবিটি ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত নিয়ে তৈরি। ছবির চিত্রনাট্য লিখেছেন, বিবেক অগ্নিহোত্রী ও সৌরভ এম পান্ডে। কিন্তু এই ছবিতে তেমন কোনও বড় স্টার নেই। এই ছবিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী, চিন্ময় মান্ডলেকর প্রমুখ অভিনেতা।

ইতিপূর্বে কাশ্মীর নিয়ে বলিউডে অনেক সিনেমাই হয়েছে। স্টার অ্যাপিয়ারেন্সও ছিল। কিন্তু এই ছবি সম্পূর্ন ভিন্নধর্মী। ছবিটির পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত শোনা যাচ্ছে চারিদিকে। দেশের বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যেও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে এই সিনেমাকে। ছবিটি ইতিমধ্যে আলোচিত সংসদে। বিজেপি সমর্থিত নেতারা রীতিমতো সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ। এই ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।

 

এই বছরের বড় রিলিজের তালিকায় নাম ছিল না “দ্য কাশ্মীর ফাইলস” এর। বড়স্টারদের ছবিকে কোণঠাসা করে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি এগিয়ে গিয়েছে। ১৯৯০-এর দশকে যেভাবে কাশ্মীরি হিন্দুদের উপত্যকা ছাড়া করা হয়েছিল এবং তার জন্য যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ছবি তারই গল্প বলে। কিন্তু, এই সিনেমায় দেখানো বেশ কিছু তথ্য ভ্রান্ত বলে অভিযোগ। এই ছবি নিয়ে যেমন ছিল উন্মাদনা, তেমনই ছিল বিতর্ক। অনেকের মতেই এটি বিজেপির প্রচারমূলক ছবি। ২৫০ কোটির বেশি ব্যবসা করেছে “দ্য কাশ্মীর ফাইলস”।

 

বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করা এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম এবার মুক্তি পেতে চলেছে। এখনও পর্যন্ত হলে গিয়ে এই ছবি দেখা হয়ে ওঠেনি যাদের তাদের জন্যও এবার ওটিটি রিলিজ হতে চলেছে “দ্য কাশ্মীর ফাইলস” এর। আগামী ১৩ মে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, ভাষা সাম্বলি, দর্শন কুমার অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে জি ফাইভে। হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *