বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মরসুমের চতুর্থ বড় ম্যাচে শনিবার মুখোমুখি

Published on: February 1, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

আইএসএলের প্রথম এবং মরসুমের চতুর্থ বড় ম্যাচে শনিবার মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল।কলিঙ্গ সুপার কাপে হারা মোহনবাগান এই ম্যাচে বদলা নেওয়ার জন্য মুখিয়ে।এই মরসুমে মোহনবাগান-ইস্টবেঙ্গল তিন বার মুখোমুখি দু’বার জিতেছে লাল-হলুদ।ক্লেটন সিলভা, নন্দকুমারদের আটকানো হবে মোহনবাগানের প্রধান লক্ষ্য। হাবাস ঘর আগলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।হ্যামিলের উপর অনেকটাই নির্ভর করবে মোহনবাগান।

মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা হ্যামিল কে পরাস্ত করতে না পারলে জয়ের মুখ দেখা কঠিন ইস্টবেঙ্গলের পক্ষে।রক্ষণ থেকে উঠে গোলও করতে পারেন। শনিবার যুবভারতীতেও তিনি সবুজ-মেরুন শিবিরের অন্যতম শক্তি।দিমিত্রি পেত্রাতোস স্ট্রাইকার এ বারের মোহনবাগান দলের অন্যতম প্রধান অস্ত্র। পায়ে রয়েছে দূরপাল্লার শট। রয়েছে বিপজ্জনক চোরা গতিও। সবুজ-মেরুন জার্সি গায়ে ৩১টি ম্যাচে ১৫টি গোল রয়েছে তাঁর।

ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন কামিংস।  হাফ চান্স থেকে গোল করতে পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএলের প্রথম ডার্বিতে মোহনবাগান সদস্য, সমর্থকেরা তাকিয়ে থাকবেন তাঁদের অস্ট্রেলীয় ত্রিফলার দিকে।

 

Join Telegram

Join Now