বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতল অষ্টম শ্রেণীর ছাত্র অনির্বাণ অধিকারী ।

Published on: November 16, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে অনির্বাণ।অনির্বাণের বাবা কমল অধিকারী পেশায় দিনমজুর মা মিনতি অধিকারী গৃহ কাজ করেন ছেলের এই সাফল্যে বোলবাড়ি এলাকা জুড়ে আনন্দ ভাসছে।উচ্ছ্বাসে অনির্বাণের শিক্ষক শিক্ষিকা । বাড়িতে অনেক লোকজন আসছেন মিষ্টি খাওয়াচ্ছেন অনির্বাণের সাফল্যের জন্য।

অনির্বাণ জানালেন, চলতি বছরে ঝাড়খন্ডে অনুষ্ঠিত ইস্ট জোন মিটে তৃতীয় স্থান অধিকার করেন ,পাশাপাশি ৩৭ তম জাতীয় মিটে অংশগ্রহণ করার ছাড়পত্র পান। আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র অ্যাথলেটিক মিটে ট্রায়াথলন বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন।

অনুর্ধ ১৪ বালক বিভাগে স্বর্ণপদক অর্জন করেন। বাবা কমল অধিকারী জানান, ছোটবেলা থেকেই তাদের ছেলে খেলাধুলার প্রতি খুবই আগ্রহী এবং বিদ্যালয়ের শিক্ষক রাজিব ভট্টাচার্য অনির্বাণ খেলাধুলায় যে আগ্রহী সে বিষয়ে তাদের জানিয়ে ছিলেন এবং বিদ্যালয়ে ক্রিয়া শিক্ষকের অগ্রণী ভূমিকায় আজকেরে তাদের ছেলের এই সাফল্য।

বিদ্যালয় ক্রিয়া শিক্ষক রাজিব ভট্টাচার্য জানালেন ,অনির্বাণ খেলাধুলার প্রতি খুবই আগ্রহী কঠোর অনুশীলন এবং অদম্য জেদ অনির্বাণের সাফল্যের মূল চাবিকাঠি। আগামী দিনে ভালো সফলতা অর্জন করবে এই কামনা তিনি করেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় অনির্বাণের সাফল্যে আনন্দিত তিনি অনির্বাণকে সম্বর্ধনা দিলেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগামী দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চান এখন সেটাই তার লক্ষ্য।

Join Telegram

Join Now