নভেম্বরের শুরুতেই ফের ” দুয়ারে সরকার “
ভোট মিটতেই ফের দুয়ারে পৌঁছে যেতে চলেছে সরকার। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার দু’টি বিধানসভায় ভোট বাকি থাকায় এমনীতেই জেলায় দুয়ারে সরকার কর্মসূচি দেরিতে শুরু হয়েছিল। নির্বাচন কমিশনের নিয়ম মেনে পুজোর পরে শিবির শুরু করা হয়েছিল।কিন্তু, এখনও জেলার বহু মানুষ দুয়ারে সরকারের আওতায় আবেদন করতে পারেননি। এর জন্য ক্যাম্পের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, ১ থেকে ২, ৩, ৮ এবং ৯ নভেম্বর মুর্শিদাবাদ জেলায় দুয়ারে সরকার-এর শিবির চলবে।
রাজ্যে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে। দক্ষিণ থেকে উত্তর, প্রতিটি বাড়ির মহিলারাই এই প্রকল্পে লাভবান হচ্ছেন। তাই সরকারের প্রয়াস, বাকি থাকা মহিলাদের হাতেও এই প্রকল্প তুলে দেওয়া। গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকার গড়েই দুয়ারে সরকার কর্মসূচি নেয়। তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট স্থগিত থাকায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়নি। পরে শুরু হলেও এই জেলাতেও ব্যাপক সাড়া মেলে।
কিন্তু অনেক মানুষই রাজ্যের প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারেননি এখনও। এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ‘দুয়ারে সরকার’ শিবিরের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সংশ্লিষ্ট জেলার জেলা শাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন, ১ থেকে ২, ৩, ৮ এবং ৯ নভেম্বর মুর্শিদাবাদ জেলায় দুয়ারে সরকার -এর শিবির চলবে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মুর্শিদাবাদে ২৩ লক্ষ ৪৮ হাজার মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন প্রকল্পে আবেদন জানিয়েছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই এখনও পর্যন্ত আবেদন জানিয়েছেন ১৪ লক্ষ ৩১ হাজার মানুষ। এছাড়াও খাদ্যসাথী প্রকল্পে আবেদন জানিয়েছেন ১ লক্ষ ১৬ হাজার, স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন জানিয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার মানুষ। এখনও পর্যন্ত শ্রমিক সুরক্ষা যোজনায় আবেদন জানিয়েছেন ১ লক্ষ ৫ হাজার এবং কৃষকবন্ধু প্রকল্পে আবেদন জানিয়েছেন ১ লক্ষ ২৪ হাজার মানুষ।