সতীদাহের মতোই বন্ধ হোক ডাইনি প্রথা , সোচ্চার আদিবাসী সমাজের মানুষ
ডাইনি প্রথাকে সমাপ্ত সহ পাঁচ দফা দাবিতে আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করলো আদিবাসী সেঙ্গেল অভিযান।
আদিবাসী সেঙ্গেল অভিযানের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে, এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। আদিবাসী সেঙ্গেল অভিযান পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা বলেন, “আদিবাসী গ্রামে ডাইনি প্রথার নামে হিংসা, হত্যা ও প্রতারণা চলছে।তা সমাপ্ত করতে হবে।”