ড্রিম ইলেভেন সরে দাঁড়াতেই BCCI-র মাথায় হাত!হঠাৎ আইনের কোপে ভেঙে পড়ল কোটি টাকার চুক্তি!
এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সিতে থাকবে না কোনও স্পনসরের নাম! বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি। ড্রিম ইলেভেন সরে দাঁড়ানোর পর বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। কোটি টাকার চুক্তি হঠাৎ ভেঙে যাওয়ায় স্পনসর ছাড়া খেলতে হবে রোহিত শর্মাদের। তবে সব অন্ধকারের মধ্যে আশার আলো—ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সামনে এল নতুন খবর। দু’টি বড় সংস্থা টিম ইন্ডিয়ার লিড স্পনসর হতে আগ্রহ প্রকাশ করেছে

Read more –মৃত্যুমুখ থেকে ফিরে আসা নায়ক আবারও লিখছেন নতুন গল্প

সমস্যার সূত্রপাত কেন্দ্রীয় সরকারের নতুন আইনকে ঘিরে। লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় অনলাইন গেমিং বিল ২০২৫ (Online Gaming Bill 2025), যা পরে রাষ্ট্রপতির সইয়ের পর আইনে পরিণত হয়। এই আইনে স্পষ্ট জানানো হয়, যেখানে আসল টাকা দিয়ে খেলা হয়, এমন কোনও অনলাইন গেম বৈধ নয়। এর ফলে সরাসরি আঘাত আসে ড্রিম ইলেভেন এবং অন্যান্য রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্মে।
আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ড্রিম ইলেভেনের ব্যবসায় ধাক্কা লাগে। তাই সংস্থার এক শীর্ষ কর্তা BCCI অফিসে গিয়ে জানান, তাঁদের পক্ষে আর টিম ইন্ডিয়ার লিড স্পনসর থাকা সম্ভব নয়। বোর্ডও বুঝতে পারে, এটা তাদের দোষে হয়নি, বরং আইনের জন্যই ব্যবসা বন্ধ করতে হচ্ছে। তাই জরিমানা না করলেও স্পনসর হারিয়ে যায়।
ড্রিম ইলেভেনের সঙ্গে বোর্ডের চুক্তি ছিল প্রায় ৩৫৮ কোটি টাকা মূল্যের। এমন অবস্থায় স্পনসর হারানো মানে শুধু আর্থিক ক্ষতি নয়, বোর্ডের ইমেজেও বড় ধাক্কা। বিশেষ করে এশিয়া কাপের আগে এমন খবর চাপে ফেলে দিয়েছে বোর্ডকে। কারণ টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ড্রিম ইলেভেনের লোগো দিয়ে জার্সি বানানো হয়ে গিয়েছিল। এখন নতুন জার্সি তৈরি করতে হবে, তবে স্পনসরের লোগো ছাড়াই খেলতে নামবেন ভারতীয় ক্রিকেটাররা।
যদিও হতাশার সঙ্গে সঙ্গেই আসে আশার বার্তা। এনডিটিভির এক রিপোর্টে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা মোটর কর্পোরেশন (Toyota) এবং একটি ফিনটেক স্টার্টআপ বোর্ডের কাছে আবেদন করেছে লিড স্পনসর হওয়ার জন্য। যদিও BCCI আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি দেয়নি। তবে বোর্ড আশাবাদী, নতুন স্পনসরশিপ চুক্তি আগের চেয়েও বেশি মূল্যের হবে।
এশিয়া কাপের আগেই নতুন চুক্তি হলে বোর্ড শুধু ক্ষতি সামলাবে না, বরং আরও বেশি আয় করতে পারবে। কারণ এখন বাজারমূল্য অনেকটাই বেড়েছে। ফলে বোর্ড মনে করছে, ড্রিম ইলেভেনের সঙ্গে হওয়া চুক্তির থেকেও বড় লাভ তারা তুলতে পারবে নতুন চুক্তি থেকে।
সব মিলিয়ে, একদিকে যেখানে হঠাৎ করে কোটি টাকার ক্ষতি হলো বোর্ডের, অন্যদিকে সেই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে আরও শক্তিশালী স্পনসর। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন – এশিয়া কাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের গায়ে নাম লিখবে কোন ব্র্যান্ড?