আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মানব সেবা কার্যের জন্য পুরস্কৃত হলেন ডাক্তার সুশীল মুর্মু

Published on: May 19, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

একজন পিছিয়ে পড়া জাতি প্রতিনিধি হিসেবে নিজের মানব সেবা কার্যের জন্য পুরস্কৃত হলেন বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুশীল মুর্মু। গতকাল ঝাড়গ্রামে এক প্রশাসনিক সভায় তাকে সংবর্ধিত করলেন সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মান পেয়ে আপ্লুত ডাক্তার মুর্মু বলেন,’ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ডাইনি প্রথা একটা ভয়ঙ্কর অভিশাপ।

নিজের চিকিৎসক হয়ে একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে এই প্রথার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছি। আরজে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝিয়েছি এই কুপ্রথার খারাপ দিক সম্পর্কে। মানুষ অনেক সচেতন হয়েছে। পাশাপাশি চেষ্টা করেছি সমাজে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে  তাদের  উচ্চ শিক্ষার পথ জাতে সুগম হয় তার ব্যবস্থা করা। এছাড়া বিনা পয়সায় চিকিৎসা তো রয়েইছে। রাজ্য সরকার হয়তো আমার এই সব  কাজগুলি  বিশদে জেনেছেন, উপলব্ধি করেছেন তাই ই স্বীকৃতি বলে আমার ধারণা।

 

যেকোনো সম্মান মানুষের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়, আগামী দিনে আরও ভালো কাজের মাধ্যমে এই সম্মানের মর্যাদা রাখার চেষ্টা করব বলে দাবি করেন সুশীল বাবু। পাশাপাশি বর্ধমান এ প্রবেশ করতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন হসপিটাল প্রতিপক্ষরা তাকে সম্মান জানায় যেমন মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও বর্ধমান খোসবাগান কল্যাণী নার্সিংহোম এর পক্ষ থেকে বিশেষ ভাবে তাকে সম্মানিত করা হলো এ দিন

Join Telegram

Join Now