যোগী আদিত্যনাথের পাঠানো আবিরে দোল বাঁকুড়ায়
উত্তর প্রদেশের থেকে আবির এল বাঁকুড়ায়। খোদ যোগী আদিত্যনাথের পাঠানো আবির দিয়ে বাঁকুড়ায় দোল খেললেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়া শহরের রামপুরে পাঞ্চজন্য ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘ পরিবারের সদস্য, কার্যকতা ও বিজেপি কর্মী, সমর্থকদের সাথে আবির দিয়ে দোল খেলেন কেন্দ্রীয় মন্ত্রী। উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ অন্যান্য নেতারা।