আবগারি দপ্তরে ডেপুটেশন
সারা রাজ্য জুড়ে নারী নির্যাতন খুন-ধর্ষণ গণধর্ষণ ক্রমাগত বেড়ে চলেছে

সারা রাজ্য জুড়ে নারী নির্যাতন খুন-ধর্ষণ গণধর্ষণ ক্রমাগত বেড়ে চলেছে। তার সাথে বেড়ে চলেছে পারিবারিক অশান্তি। যার অন্যতম কারণ হচ্ছে মদ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে পথ- দুর্ঘটনাও নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই রকম পরিস্থিতিতে রাজ্য সরকারের নবতম সংযোজন ই- রিটেল পোর্টাল চালু করে মানুষের ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, যাকে প্রচলিত অর্থে বলে “দুয়ারে মদ” প্রকল্প।
সরকারি কোষাগার ভরানোর অজুহাতে মদের প্রসার ঘটিয়ে ছাত্র-যুব, শ্রমিক- কৃষক, সাধারণ মানুষকে নেশায় ডুবিয়ে রাখার ঘৃণ্য পদক্ষেপ নিচ্ছে এ রাজ্যের সরকার। ফলে খুব দ্রুত মানুষের মূল্যবোধ নীতি-নৈতিকতা, রুচি- সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে। সমাজ পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ছে নারীর উপর নানা ধরনের নির্যাতন।
এরকম একটা পরিস্থিতিতে “অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের” হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে ২৫শে মে নিন্মলিখিত দাবি নিয়ে উলুবেড়িয়ার আবগারি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন পর উলুবেড়িয়া জেটিঘাট থেকে ভক্তার মোড় পর্যন্ত একটি সুসজ্জিত বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
(১) “দুয়ারে মদ” প্রকল্প (ই-রিটেল- পোর্টাল) সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
(২) নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে মদ সহ সমস্ত রকমের মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে।