বর্ধমানে সপ্তাহে সাতদিনই দোকান খোলার দাবী জানিয়ে ডেপুটেশন জমা

করোনাকালীন চরম আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে ব্যবসায়ীরা। বারবার লকডাউন এর ফলে বহু ব্যবসায়ী বাধ্য হয়েছেন পেশা বদলাতে। এমতাবস্থায় গত দু’বছরে ধাক্কা কাটিয়ে যখন একটু স্বাভাবিক হচ্ছিল ব্যবসা অর্থনীতি, তখনই ফের ধাক্কা। তৃতীয় ঢেউয়ের কারণে রাজ্যের অন্যান্য জায়গার ন‍্যায় বর্ধমানের দুদিন ধরে বাজার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে চরম সংকটে পড়েছে শহরে ব্যবসায়ীরা।

অবিলম্বে তাই সপ্তাহের সাতদিনই দোকান খোলার দাবি জানিয়ে আজ সদর মহকুমা শাসক উত্তর, পৌরসভা, বিধায়ক ও বর্ধমান থানার আই.সি র কাছে নিজেদের সই করা দাবি পত্র জমা করল শহরের কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীদের পক্ষে বিশ্বেশ্বর চৌধুরী বলেন,’ ব্যবসায়ীরা গত তিন বছর ধরে ভীষণ ক্ষতিগ্রস্ত। তাছাড়া বাস স্ট্যান্ড শহর থেকে দূরে সরে যাওয়ায় ব্যবসা এমনিতেই মার খাচ্ছে। এ অবস্থায় সামনে 23 জানুয়ারি ও 26 জানুয়ারি।

এই সময় দুদিন করে দোকান বন্ধ থাকলে অনেক টাকার লোকসান ব্যবসায়ীদের।তাই অবিলম্বে প্রশাসন যদি সাত দিনই দোকান খোলার ব্যবস্থা করে তাহলে গরীব ব্যবসায়ীদের উপকার হয়। পাশাপাশি দুই দিন দোকান বন্ধ থাকার ফলে মাছ ও সবজি ব্যবসায় একটা কালোবাজারি ও দেখা যাচ্ছে। তাই করোনার গ্রাফ যখন একটু নামছে তখন প্রশাসনের কাছে সপ্তাহে সাত দিনই দোকান খোলার দাবি জানানো হচ্ছে বলে জানান বিশ্বেশ্বর বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *