এখনও দুর্গাপুরে চলছে গুটকা বিক্রি , একাধিক দোকানে পুলিশি অভিযান
গত 7 নভেম্বর থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ হয়েছে গুটকা বিক্রি। তারপরেও রাজ্য সরকারের নিয়ম অমান্য করে শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে অনায়াসে চলছিল গুটকা বিক্রি।
বুধবার সকাল থেকেই দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুরের দুই নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় এর একাধিক দোকানে অভিযান চালিয়ে বহু গুটকা বাজেয়াপ্ত করে।
সমস্ত দোকানদারকে সাফ জানিয়ে দেওয়া হয় এরপরেও যদি তারা গুটকা বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।