কার্নিভাল নিয়ে বর্ধমানের সাজো সাজো রব
আর অপেক্ষা মাত্র একদিনের তারপরেই বর্ধমান শহরের রাজপথে নামবে ৩২ টি পুজো কমিটির কার্নিভাল
কার্নিভাল নিয়ে বর্ধমানের সাজো সাজো রব আর অপেক্ষা মাত্র একদিনের তারপরেই বর্ধমান শহরের রাজপথে নামবে ৩২ টি পুজো কমিটির কার্নিভাল এই কার্নিভাল কে ঘিরে পুজো কমিটিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে এই কার্নিভাল শুরু হবে
পুলিশ লাইন থেকে এবং শেষ গোলাপবাগ মোড়ে এই কার্নিভাল শুরু হবে বিকেল ৪ ঘটিকায় এই কার্নিভালে থাকছে লক্ষাধিক টাকার আর্থিক পুরস্কার তারই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। সেজে উঠেছে সারা বর্ধমান এই কার্নিভাল কে ঘিরে
কাজিন গেট চত্বরে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে ২০০ ফুট লম্বা ও উড়ি মিটার চওড়া একটি সুদৃশ্য মঞ্চ যেখানে উপস্থিত থাকবেন বিধায়ক খোকন দাস সহ আরো 16 জোন বিধায়ক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকগণ