দেব রুক্মিণীকে বিয়ে নিয়ে টিপস দিলেন “দাদা”
"কিশমিশ" নামক একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় একসাথে ফিরেছেন দেব রুক্মিণী
“কিশমিশ” নামক একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় একসাথে ফিরেছেন দেব রুক্মিণী। ছবির প্রচারের কারণে এই রবিবার দাদাগীরির মঞ্চে হাজির হয়েছিলেন দেব এবং রুক্মিণী। সঙ্গে ছিলেন “কিশমিশ” ছবির পুরো টিম। অনেকদিন ধরেই শোনা যায় দেব এবং রুক্মিণী নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু তারা কোনদিনও সে বিষয়ে খোলাখুলি কিছু না বললেও প্রশ্ন উঠল সৌরভের মনে।
এদিন দাদাগীরির মঞ্চে তাই সৌরভ গঙ্গোপাধ্যায় দেব আর রুক্মিণীর কাছে জানতে চাইলেন বিয়ের কার্ড কবে তিনি হাতে পাবেন। একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায় দেব। উত্তরে বলে, “আমাদের কে বিয়ে করবে দাদা”। সৌরভের দিক থেকে পাল্টা জবাব আসে। সৌরভ বলেন, “কেন একে-অপরকে বিয়ে করে নাও!” প্রেম নিয়ে কখনওই খোলসা করে কোন কথা বলেন না দেব কিংবা রুক্মিণী। কিন্তু দাদাগীরির মঞ্চে মুখ বুজে থাকা প্রায় অসম্ভব।
দেবের পর এবার মুখ খোলেন রুক্মিণী। বলেন, “এই তো ঠিক আছে”। রুক্মিণী কথায় সায় দেয় দেব। সে বলে, “বিয়ে করলেই খরচ বাড়বে”। এবার এলো দাদার মতামত। দেবকে পরামর্শ দিলেন নিজের অভিজ্ঞতা থেকে! কী সেটা? বিয়ে করলে বরং খরচ কমবে। ইমপ্রেসড করার জন্য যে আর পকেট খসাতে হবে না! ২০১৭ সালে দেবের হাত ধরে চ্যাম্প সিনেমার মধ্য দিয়ে টলিউড জগতে পা রাখেন রুক্মিণী মৈত্র।
সদ্যই মুক্তি পেয়েছে বাংলা ছবি “কিশমিশ”। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছিল। আর ছবি মুক্তি পেতেই তার প্রভাব পড়ল বক্স অফিসে। প্রথমদিন থেকেই একের পর এক শো হাউজফুল হচ্ছে। সিনেমা হলে দর্শকদের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সোজা হলে পৌঁছে গিয়েছেন বহু মানুষ। ছবি নির্মাতা থেকে অভিনেতারা প্রত্যেকেই এই ছবির ব্যবসা ঘিরে আশাবাদী।